এলকপ মাসিক বুলেটিন (৩য় বর্ষ ৩য় সংখ্যা)
সম্পাদকীয়
সম্প্রতি দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। পবিত্র রমজান মাসে এই দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা রমজান মাসের চাহিদাকে মাথায় রেখে এবং ক্রেতাদের প্রয়োজনকে জিম্মি করে অধিক মুনাফা কামিয়ে নিতে ব্যস্ত। সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তা কতটা সফল হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাংলাদেশের ক্রেতা ও ভোক্তা অধিকার বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজের জোরালো কোন প্রচেষ্টা দেখা যায় না। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ‘ভোক্তা অধিকার নিয়ে অধ্যাপক মিজানুর রহমানের সাক্ষাৎকার’ প্রকাশিত হলো। গত সংখ্যায় প্রথম পর্ব প্রকাশিত হয়। এবার এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হচ্ছে।
কিছুদিন আগে বইমেলা শেষ হলো। নতুন বইয়ের গন্ধ এখনও পাঠকদের আবিষ্ট করে রেখেছে। এবারের বইমেলায় প্রকাশিত বই নিয়ে কথা উঠছে, কথা উঠছে আগামী বইমেলা কোথায় হবে সেই প্রশ্নটিকে ঘিরেও। প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল, সরকার আগামী বছর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা না করার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং বইমেলা নিয়ে চর্চা ফুরিয়ে যায়নি। সেজন্য এবারের সংখ্যায় ‘আগামী দিনের বই ও বইমেলা’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশিত হলো।
মার্চ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার মাস, গৌরবের মাস। তিরিশ লাখ মানুষের প্রাণ আর দুই লাখের অধিক মা- বোনের সম্ভ্রমের বিনিময়ে এই গৌরব অর্জন করতে হয়েছে। তবে যুদ্ধ কেবল রণাঙ্গনে হয়েছে এমন নয়। রণাঙ্গনের বাইরেও যুদ্ধ চলেছে— চলেছে কূটনৈতিক যুদ্ধ। ‘একাত্তরে বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ’ শীর্ষক লেখায় এ দিকটিতে পাঠকদের দৃষ্টি ফেরানো হয়েছে। কূটনীতির ক্ষেত্রে একাত্তরে বাংলাদেশ যেমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনি সাম্প্রতিক দশকগুলোতেও এক্ষেত্রে বাংলাদেশের গর্ব করার মত অর্জন রয়েছে। তবে বাংলাদেশকে আরও অনেক পথ পেরুতে হবে। পৃথিবীর বুকে স্বাধীন, সার্বভৌম ও উন্নত রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে চাইলে প্রবাসী বাংলাদেশিদেরকে কূটনৈতিক খাতে কাজে লাগাতে হবে৷ ‘কূটনীতি এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে প্রবাসীদের ভূমিকা’ নামক প্রবন্ধে এই বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখা যেতে পারে- বাংলাদেশ থেকে যত বেশি শিক্ষিত ও দক্ষ জনবল বিদেশে যাবে তত সমৃদ্ধ হবে বাংলাদেশের অর্থনীতি ও কূটনীতি। সেজন্য বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। মানের ব্যাপারে ছাড় দেবার কোন সুযোগ নেই। পাশাপাশি শিক্ষাকে সর্বজনীন অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দিতে হবে, যা কিনা জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুসারে
মৌলিক মানবাধিকার। এ বিষয়ে ‘শিক্ষার অধিকার নিশ্চিতে কতটুকু এগিয়েছে বাংলাদেশ?” নামের একটি প্রবন্ধ ছাপা
হলো।
১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশে জাতীয় শিশু দিবস হিসবে পালিত হয়। বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে এবারের বুলেটিনে ‘বাংলাদেশে শিশু অধিকারের বাস্তবতা’ শিরোনামে একটি প্রবন্ধ ছাপা হলো। এছাড়া ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘নারীর প্রতি সহিংসতা: আইনি আঙ্গিকে নারী অধিকার রক্ষায় বাংলাদেশের সাফল্য মূল্যায়ন’ শীর্ষক লেখাটি প্রকাশিত হলো। আপনারা জানেন বাংলাদেশের প্রায় সব গৃহকর্মী নারী। তাদের অধিকার আইনে ও আদালতে সুরক্ষিত নয়। সেজন্য দক্ষিণ আফ্রিকার ‘মাহলাঙ্গু বনাম শ্রমমন্ত্রী এবং অন্যান্য’ নামক মামলার পর্যালোচনা প্রকাশ করা হলো। এই মামলার রায় থেকে আমাদের শিখবার আছে।
মার্চ স্বাধীনতার মাস। ১৯৭১ সালের এই মাস যত ঘটনাবহুল ছিল, বাংলাদেশের হাজার বছরের ইতিহাসে তেমন ঘটনাবহুল আরেকটি মাস খুঁজে পাওয়া যাবে না। সেজন্য ‘বাংলাদেশের ইতিহাসে মার্চ মাসের তাৎপর্য’ শিরোনামের লেখাটি মার্চ মাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও তারিখ নিয়ে সাজানো হয়েছে। শেষে যেয়ে লেখক দেখাতে চেয়েছেন যেভাবে মার্চের ঘটনাবলি বাংলাদেশের মানুষের অভ্যন্তরীণ আত্ম-নিয়ন্ত্রণের অধিকারকে বাহ্যিক আত্ম-নিয়ন্ত্রণের অধিকারে রূপান্তরিত করে। এছাড়া সুনীল অর্থনীতি নিয়ে একটি প্রবন্ধ থাকছে।
আমাদের প্রত্যাশা এবারের বুলেটিনটি পাঠকদের চিন্তার খোরাক যোগাবে এবং নতুন লেখায় উদবুদ্ধ করবে। আমরা চাই আমাদের পাঠকদের মধ্য থেকে আমাদের বুলেটিনের লেখক তৈরি হোক। প্রিয় পাঠক, আমরা আপনাদের প্রবন্ধ প্রকাশ করতে চাই।
[dflip id=”15418″ type=”thumb”][/dflip]
Leave a Reply