এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ১১ তম সংখ্যা)
সম্পাদকীয়
এলকপ মাসিক বুলেটিনের ২য় বর্ষ ১১তম সংখ্যা প্রকাশিত হচ্ছে। এবারের সংখ্যায় বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে প্রবন্ধ, ইনফোগ্রাফস ও রিভিয়্যু ছাপানো হয়েছে।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটিকে উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়। তাকে যথার্থই এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিপক্ষে এবং ক্ষতিগ্রস্ত দেশের পক্ষে তিনি সর্বদা সোচ্চার কণ্ঠস্বর। কপ-২৮ এর সম্মেলন চলাকালে ৪ঠা ডিসেম্বর ২০২৩ তাকে এই সম্মাননা জানানো হয়। ইতোপূর্বে ২০২১ সালে কপ-২৬ সম্মেলনে বিবিসি কর্তৃক শেখ হাসিনাকে ‘দ্য ভয়েস অফ দ্য ভালনারেবল’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু বিষয়ক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা ও সদ্য শেষ হওয়া জলবায়ু সম্মেলন (কপ-২৮)— এসবই এবারের সংখ্যার প্রথম প্রবন্ধের প্রতিপাদ্য বিষয়। এরপরের প্রবন্ধে ফিলিস্তিন বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং সাধারণ পরিষদের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরা হয়েছে। জাতিসংঘের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত ইজরায়েল-ফিলিস্তিন বিষয়ে মোট ৩৭টি প্রস্তাবে ভেটো দেওয়া হয়েছে, যার মধ্যে ৩৫টি ভেটো যুক্তরাষ্ট্র দিয়েছে, আর দুটি ভেটো চীন ও রাশিয়া দিয়েছে, যা কিনা ফিলিস্তিনের জনগণের অধিকারের বিপক্ষে কাজ করেছে।
নির্বাচনকালীন সময়ে বিশেষত দ্বাদশ জাতীয় নির্বাচনে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারসমূহ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে সারা বিশ্বের। সেজন্য এবারের বুলেটিনের তৃতীয় প্রবন্ধে এদিকটিতে আলোকপাত করা হয়েছে। অধিকারগুলোকে ‘নির্বাচন এবং রাজনৈতিক অংশগ্রহণ সংক্রান্ত মৌলিক নীতিসমূহ’, ‘বৈষম্যহীনতা’ এবং অন্যান্য এই তিনভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে।
চতুর্থ প্রবন্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য বিজয়ীদের উদ্দেশ্যে জনগণের আশা-আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে রাষ্ট্রের বিনিয়োগ বাড়ানো দরকার। সেজন্য কর আদায়ও বাড়ানো দরকার। অন্যদিকে বৈদেশিক ঋণ যাতে সহনীয় পর্যায়ে থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। একইভাবে ব্যয়ের ব্যাপারে দক্ষতা বাড়ানো ও অগ্রাধিকার নির্ধারণ করা দরকার।
পঞ্চম প্রবন্ধে নির্বাচন সংক্রান্ত আইনের শাসন ও বিচারব্যবস্থা নিয়ে প্রাথমিক একটি ধারণা দেবার চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশে নির্বাচনী আইন বেশ শক্তিশালী। এসব যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন
করা সহজ হয়।
ইনফোগ্রাফিক্স বিভাগে ভারত ও যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে ভোটার উপস্থিতির শতকরা হার তুলে ধরা হয়েছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে অর্থাৎ গত পঞ্চাশ বছরে ভোটার উপস্থিতি কখনোই শতকরা সত্তর ভাগ হয়নি। এর নিচে থেকেছে। কখনো শতকরা পঞ্চান্ন ভাগে নেমে গেছে। অন্যদিকে, আধুনিক গণতন্ত্রের সূতিকাগারে ভোটার উপস্থিতি গত পঞ্চাশ বছরে ভোটারদের সর্বোচ্চ উপস্থিতি ছিল শতকরা আটাত্তর দশমিক আট ভাগ। অন্যদিকে সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল শতকরা ঊনষাট দশমিক চার ভাগ।
এরপর থাকছে এলকপ জার্নাল হিউম্যান রাইটসের প্রথম সংখ্যার (অক্টোবর ২০২৩) দুটি গবেষণা প্রবন্ধের রিভিয়্যু। প্রথমটিতে একাডেমিক স্বাধীনতা আর দ্বিতীয়টিতে ইরানে নারী অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে। সবশেষে থাকছে জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের ঘোষণাপত্র গ্রহণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এলকপ কর্তৃক আয়োজিত পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতার উপরে একটি প্রতিবেদন।
বরাবরের মত আশা করছি এলকপ মাসিক বুলেটিনের এই সংখ্যাটি পাঠকদের চিন্তার খোরাক জোগাবে। আমরা এও আশা করি আমাদের পাঠক আমাদের লেখক হয়ে উঠবেন। পাঠকদের মনে চিন্তার আন্দোলন তোলা ও সে চিন্তাকে প্রকাশ করা এলকপের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। লেখকবৃন্দকে ধন্যবাদ ও শুভ কামনা।
[dflip id=”15405″ type=”thumb”][/dflip]
Leave a Reply