এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৯ম সংখ্যা)
সম্পাদকীয়
দেখতে দেখতে এলকপ মাসিক বুলেটিন ২য় বর্ষ নবম সংখ্যায় উপনীত হয়েছে। এবারের সংখ্যায় পুনরায় অধ্যাপক ড. মিজানুর রহমানের বক্তৃতার অনুবাদ আমরা প্রকাশ করতে পারলাম। পূর্বের ধারাবাহিকতায় এবার চতুর্থ পর্ব প্রকাশিত হল। অধ্যাপক রহমানের এই চমৎকার অভিভাষণটি শৈলীতে দারুণ, চিন্তায় প্রখর এবং কর্ম-উদ্দীপনায় ভরপুর। এই সংখ্যায়ও আমরা সাক্ষাৎকার ছাপাতে পেরেছি। সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের প্রতিষ্ঠাতা পাওলো কাসাকার সঙ্গে কথোপকথন ছাপা হলো। তিনি নানা বিষয়ে কথা বলেছেন- যার মধ্যে রয়েছে ১৯৭১ সালের গণহত্যা, গণতন্ত্র, মানবাধিকার, সামাজিক সুরক্ষা ইত্যাদি।
এবারে ‘মুক্তিযুদ্ধ, ভূ-রাজনীতি ও মানবাধিকার’ বিভাগে দুটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রথম প্রবন্ধে লেখক আন্তর্জাতিক আইনের আলোকে কুটনৈতিক শিষ্টাচার নিয়ে সংক্ষেপে আলোকপাত করেছেন। এই প্রবন্ধে লেখক চলচ্চিত্রের আলাপের মাধ্যমে লেখাটিকে চিত্তাকর্ষক করে তুলেছেন! পরের প্রবন্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের রাজনীতির ক্রিয়া-প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের দৃষ্টান্ত দিয়ে ভিসা নিষেধাজ্ঞার ফলাফল ব্যাখ্যা
করা হয়েছে।
এবারের ‘দেশে বিদেশে মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে আমাদের দ্বিতীয় বিভাগটি বেশ বৈচিত্র্যময়। এ বিভাগে তিনটি প্রবন্ধ থাকছে। প্রথম প্রবন্ধে লেখকদ্বয় বর্তমান সরকারে আমলে কৃষিতে যান্ত্রিকীকরণ উদ্যোগের উপর আলোকপাত করেছেন। পরের প্রবন্ধে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত নানান সামাজিক সুরক্ষামূলক কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরা হয়েছে। এ বিভাগের শেষ প্রবন্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশে ভোট ব্যাংক রাজনীতিতে ধর্মের অপব্যবহার নিয়ে বিশ্লেষণ। করা হয়েছে।
পরের বিভাগে থাকছে ইনফোগ্রাফিক্স। এবারে গত প্রায় চার দশকে শ্রমিকের মজুরি বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া বর্তমানে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষের প্রস্তাবিত মজুরির আংশিক চিত্রায়ন। এরপর থাকছে বুক রিভিয়্যু। এবারে বুক রিভিয়্যুয়ে নির্বাচনে হস্তক্ষেপ বিষয়ে একটি বইয়ের আলোচনা
থাকছে। ভোটাধিকার মানবাধিকারের গুরুত্বপূর্ণ অংশ। আর ভোটাধিকার নিশ্চিত করা যায় কেবলমাত্র সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা তৈরি করে। সেজন্য ডোভ এইচ লেভিনের ‘মেডলিং ইন দি ব্যালট বক্স: কজেস অ্যান্ড ইফেক্টস অফ পার্টিসান ইলেক্টোরাল ইন্টারভেনশন্স’ শীর্ষক বইয়ের আলোচনা প্রাসঙ্গিক ও সময়োপযোগী।
সবশেষে থাকছে এলকপ কর্তৃক আয়োজিত সেমিনারের উপর প্রতিবেদন। গত ৭ই সেপ্টেম্বর ২০১৩ তারিখে আয়োজিত এই সেমিনারে গুম সংক্রান্ত জাতিসংঘ কর্তৃক প্রদত্ত ৮১ জনের তালিকা নিয়ে এলকপ গবেষক দলের চলমান গবেষণায় প্রাপ্ত তথ্যাদি তুলে ধরা হয়।
আমাদের প্রত্যাশা এলকপ মাসিক বুলেটিনের ২য় বর্ষ নবম সংখ্যা পড়ে পাঠক চিন্তার খোরাক পাবেন। আমাদের আরও প্রত্যাশা যে, পাঠকবৃন্দ তাদের মূল্যবান মতামত জানিয়ে
আমাদেরকে সমৃদ্ধ করবেন।
[dflip id=”15399″ type=”thumb”][/dflip]
Leave a Reply