এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৮ম সংখ্যা)

এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৮ম সংখ্যা)

এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৮ম সংখ্যা)

সম্পাদকীয়

এবার এলকপ মাসিক বুলেটিনের ২য় বর্ষ অষ্টম সংখ্যা প্রকাশিত হচ্ছে। এই সংখ্যাটি নানা কারণে বৈচিত্র্যময়। এই সংখ্যায় অনেক দিন পর সাক্ষাৎকার ফিরে এসেছে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মার্ক জ্যাকসনের আলাপচারিতা প্রকাশ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। তিনি নানা বিষয়ে কথা বলেছেন- যার মধ্যে রয়েছে গণতন্ত্র, মানবাধিকার, সাংস্কৃতিক আপেক্ষিকতা, আইনি বহুত্ববাদ, নারী অধিকার, প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ত্রুটিবিচ্যুতি ইত্যাদি।
এবারে ‘মুক্তিযুদ্ধ, ভূ-রাজনীতি ও মানবাধিকার’ বিভাগে তিনটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রথম প্রবন্ধে লেখক আন্তর্জাতিক আইনের আলোকে সার্বভৌমত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা করেছেন। এই প্রবন্ধ পাঠ করতে করতে পাঠকের সুকান্ত ভট্টাচার্যের কবিতার পঙক্তি মনে পড়ে যেতে পারে- ‘জ্বলে-পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়’! পরের প্রবন্ধে সম্প্রতি হয়ে যাওয়া ব্রিকস ও জি-২০ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রাপ্তি নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। এই বিভাগের সর্বশেষ প্রবন্ধে সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোর সফরের তাৎপর্য তুলে ধরা হয়েছে।
নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ‘দেশে বিদেশে মানবাধিকার পরিস্থিতি’ শিরোনামে আমাদের দ্বিতীয় বিভাগে নির্বাচন বিষয়ক দুইটি প্রবন্ধ থাকছে। প্রথম প্রবন্ধে লেখকদ্বয় স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা, সরকারের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার উপর আলোকপাত করেছেন। এ বিভাগের শেষ প্রবন্ধে বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইনকে অন্যান্য দেশের সাপেক্ষে তুলনা করে এর ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে।
পরের বিভাগে থাকছে ইনফোগ্রাফিক্স। এতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের মাত্রার উপর ভিত্তি করে পাঁচটি দেশের চিত্র তুলে ধরা হয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশ অগ্রগামী। তাছাড়া গত পাঁচ বছরে এক্ষেত্রে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে সে চিত্রও তুলে ধরা হয়েছে। এরপর থাকছে বুক রিভিয়্যু। বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়া চীন’ (বাংলা একাডেমি, ২০১০) বইয়ের রিভিয়্যুয়ে গণচীনে ভূমি-সংস্কার, শিল্পায়ন, নারী অধিকার, ধর্মপালনের অধিকার, সাম্প্রদায়িক সহিংসতা নিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ইত্যাদি বিষয়ে বঙ্গবন্ধুর চমৎকার পর্যবেক্ষণের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে এবং বাংলাদেশ ও বিশ্বের
প্রেক্ষাপটে সেসব চিন্তার মূল্যায়ন করা হয়েছে। এই ভ্রমণকাহিনিতে বঙ্গবন্ধুর নিজের স্বপ্নও প্রকাশিত হয়েছে। বাংলাদেশেও তিনি একটি বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছেন। ভূমি-সংস্কার করতে চেয়েছেন, শিল্পায়নের স্বপ্ন দেখেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, সাম্প্রদায়িকতাকে রাজনীতি থেকে নির্বাসিত করতে জেহাদ করেছেন।
এরপরে থাকছে কেইস রিভিয়্যু। হাইকোর্ট বিভাগের একটি রায় বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের প্রশাসনিক ও বিচারিক ক্ষমতার পার্থক্য দেখানো হয়েছে। পাশাপাশি কখন নির্বাচন কমিশন কোন কেন্দ্রের নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের ব্যবস্থা করতে পারে সে ব্যাপারেও মহামান্য আদালতের রায় তুলে ধরা হয়েছে। সবশেষে এলকপ কর্তৃক আয়োজিত ৩য় শাহ আলম সাংবিধানিক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুমের উপর আয়োজিত সেমিনারের প্রতিবেদন প্রকাশ করা
হল।
বরাবরের মত এবারও আমাদের প্রত্যাশা পাঠক এলকপ মাসিক বুলেটিনের ২য় বর্ষ অষ্টম সংখ্যা পড়ে চিন্তার খোরাক পাবেন। আমাদের আরও প্রত্যাশা বিজ্ঞ পাঠক তাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। সবশেষে এই সংখ্যার লেখক ও পাঠকদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

[dflip id=”15390″ type=”thumb”][/dflip]

পিডিএফটি পড়তে ক্লিক করুন


পিডিএফটি ডাউনলোড করতে ক্লিক করুন


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *