এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৪র্থ সংখ্যা)

এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ৪র্থ সংখ্যা)

সম্পাদকীয়

মার্চ বাংলাদেশের মানুষের জন্য মুক্তির মাস, স্বাধীনতার মাস। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কার্যত এরপরেই শুরু হয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধ। ইতোপূর্বে ইয়াহিয়া খান পাকিস্তান গণপরিষদ অধিবেশন স্থগিত করলে বাঙালি অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। মার্চ আরেকটি কারণেও বাঙালির জন্য স্মরণীয়। ১৯২০ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন৷ নির্মলেন্দু গুণ তাঁর কবিতায় লিখেছেন, ‘মুজিব মানে মুক্তি’। সেজন্য এলকপ মাসিক বুলেটিনের এবারের সংখ্যার প্রতিপাদ্য হল- স্বাধীনতা ও বঙ্গবন্ধু। এবারের বুলেটিনে রয়েছে প্রবন্ধ, সাক্ষাৎকার, ইনফোগ্রাফিক্স এবং বুক রিভিয়্যুর মত নিয়মিত আয়োজন, পাশাপাশি প্রথমবারের মত যুক্ত হয়েছে নারী দিবসকে মাথায় রেখে একটি নারীকেন্দ্রিক মুভি রিভিয়্যু। সব মিলিয়ে এবারের সংখ্যায় চৌদ্দটি লেখা প্রকাশিত হয়েছে।

এলকপ ১৭ই জানুয়ারি ২০২৩ টুঙ্গিপাড়ায় তৃণমূল জনগোষ্ঠীর সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। সে সভায় এলকপের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ‘বাংলাদেশ: আমার অহংকার’ শীর্ষক মূল্যবান বক্তব্য প্রদান করেন। এবারের সংখ্যায় সেই বক্তৃতাটির একটি অনুলিখন প্রকাশিত হয়েছে। এলকপের প্রিন্সিপাল রিসার্চ কনসালটেন্ট মোহাম্মদ হুমায়ূন কবীর ‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি দর্শন’ শিরোনামে প্রবন্ধ লিখেছেন। এছাড়া এবারের সংখ্যায় বিজ্ঞ আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার প্রসিকিউটর ছিলেন। তিনি তাঁর সাক্ষাৎকারে বঙ্গবন্ধু হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধের মামলা এবং ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার পাশাপাশি আইনশিক্ষা ও আইনের শাসন নিয়ে আলাপ করেছেন।
ছয়টি প্রবন্ধে উঠে এসেছে আত্ম-নিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ছয় দফার ভূমিকা, মুক্ত বাজার অর্থনীতির যুগে রাষ্ট্রের অর্থনৈতিক আত্ম-নিয়ন্ত্রণের অধিকার, ব্যক্তির স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় স্বাধীনতার সম্পর্ক, অসহযোগ আন্দোলনের আইনি পর্যালোচনা, একাত্তরের গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রসঙ্গ। পাশাপাশি ইনফোগ্রাফিক্সে মুক্তিযোদ্ধাদের সম্মানে রাষ্ট্রীয় নানা পদক্ষেপের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর কল্যাণরাষ্ট্র এবং তাঁর ধর্মনিরপেক্ষতা নীতি বিষয়ে দুটি প্রবন্ধ থাকছে। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ একটি গুরুত্বপূর্ণ বই। এই বইটির রিভিয়্যু প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এবারের সংখ্যায় নারীর প্রতি যৌন সহিংসতার ইস্যু নিয়ে তৈরি ‘রেহানা মরিয়ম নূর’ (২০১১) মুভির রিভিয়্যু প্রকাশের মাধ্যমে এবারের বুলেটিনে চলচ্চিত্র রিভিয়্যু প্রকাশের শুভ মহরত হল। সবশেষে থাকছে সিলেটে আয়োজিত এলকপের মানবাধিকার বিষয়ে তৃণমূল জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভার উপর একটি প্রতিবেদন।

[dflip id=”15380″ type=”thumb”][/dflip]

পিডিএফটি পড়তে ক্লিক করুন


পিডিএফটি ডাউনলোড করতে ক্লিক করুন


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *