এলকপ মাসিক বুলেটিন (২য় বর্ষ ১২ তম সংখ্যা)
সম্পাদকীয়
দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ধরনের আলোচনা হচ্ছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ চলছে। সব মিলিয়ে একধরনের সাসপেন্স তৈরি হয়েছে বলে মনে হয়। এই পরিপ্রেক্ষিতে এলকপ মাসিক বুলেটিনের এবারের সংখ্যায় আসন্ন নির্বাচনকে কেন্দ্রে রেখে প্রবন্ধ-নিবন্ধ সাজানো হয়েছে।
২০২৩ সালে আলফ্রেড নোবেলের সম্মানে দেওয়া পুরষ্কার বিজয়ী অধ্যাপক ড ক্লডিয়া গোল্ডিনের জীবন ও কর্মের উপর আলোকপাত করা প্রয়োজন। কারণ তার গবেষণা কর্মক্ষেত্রে নারীদের অবস্থান বোঝার জন্য খুব জরুরি। তিনি অর্থনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখিয়েছেন নারীদের অগ্রগতি ও নানামুখী সমস্যা ও সম্ভাবনার কথা।
বাংলাদেশ আয়তনে ছোট হলেও ভৌগলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্ব বাড়ায় বিশ্বের নানা শক্তির নজরে পড়বে এটাই স্বাভাবিক। উল্টো পিঠে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের জন্য সারা দুনিয়ার সাথে সম্পর্ক বাড়াতে হবে— বড় শক্তিগুলোর সঙ্গে তো বটেই। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কোনভাবেই কাম্য না। বাংলাদেশের জনগণ নিজেদের রাজনৈতিক সমস্যা নিজেরাই সমাধান করবে এই প্রত্যাশা রইলো।
নির্বাচন কেবল একদিনের উৎসব নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ মাত্র। এজন্য নির্বাচন সংক্রান্ত মানবাধিকার চর্চা খুবই জরুরি বিষয়। মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া অর্থপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। সেদিক থেকে এবারের নির্বাচনে মতপ্রকাশের স্বাধীনতা অবারিত ছিল বলেই প্রতীয়মান হয়।
শান্তিপূর্ণ হরতাল নাগরিক ও রাজনৈতিক অধিকার। তবে উদার গণতান্ত্রিক সমাজে জোর করে নিজের মত বা পছন্দ অন্যের উপর চাপানো যায় না। সহিংসতা তো একেবারেই গ্রহণযোগ্য নয়। হরতালে জ্বালাও পোড়াও হরতালকারীদের অধিকার নয়, জন-সম্পত্তি ও ব্যক্তিগত-সম্পতির ক্ষতি সাধন কারও অধিকার হতে পারে না।
নির্বাচনকে ঘিরে সংগঠিত সহিংসতায় গত এক যুগে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো কমাতে পারলে দেশ অতি দ্রুত আরও অনেক দূর এগিয়ে যাবে। বিশ্বের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী
হবে।
বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তৃতীয় লিঙ্গের মানুষ জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছে। এ এক অভূতপূর্ব অর্জন। বাংলাদেশ সকল মানুষের মর্যাদা ও অধিকার রক্ষায় অঙ্গিকারাবদ্ধ। স্বাধীনতা ঘোষণাপত্রে আমারা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার ওয়াদা করেছিলাম। এবারের নির্বাচন সেই ওয়াদা পূরণের পথে বাংলাদেশকে একধাপ এগিয়ে দিয়েছে। তবে বাংলাদেশকে যেতে হবে আরও বহু দূর।
উপরের বিষয়গুলো নিয়ে আমাদের লেখকবৃন্দ প্রবন্ধ লিখেছেন। এছাড়াও এলকপ কর্তৃক আয়োজিত মানবাধিকার পোস্টার উপস্থাপন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পোস্টার ও তার ভাবার্থ প্রকাশ করা হয়েছে। আশা করছি, এবারের সংখ্যাটি পাঠকের চিন্তার খোরাক যোগাবে।
[dflip id=”15409″ type=”thumb”][/dflip]
Leave a Reply