এলকপ মাসিক বুলেটিন (১ম বর্ষ ১ম সংখ্যা)
সম্পাদকীয়
সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করেছিল।মানবাধিকার এই রাষ্ট্রের মূলভিত্তি হলেও নানাকারণে মানবাধিকার বাস্তবায়নের উদ্যোগ হোঁচট খেয়েছে। সামরিক অভ্যুত্থান, স্বৈরশাসন এবং রাজনৈতিক হত্যা কাণ্ড থমকে দিয়েছে বাংলাদেশের অগ্রযাত্রাকে। অতীতে যেমন মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে, বর্তমানেও সরকারের বিরুদ্ধে বিভিন্ন মহল মানবাধিকার লঙ্ঘনের অভিযোগতুলছে। ফেইক নিউজের যুগে এই অভিযোগের কতটা সত্য আর কতটা অসত্য তা বোঝা মুশকিল। দুঃখজনক হলেওএটি প্রতীয়মান হচ্ছে যে, কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিভ্রান্তিকরতথ্য ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে এলকপ যথাযথ সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোঅনুসন্ধান করার জন্য এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্য ক্তি বা গোষ্ঠীর মানবাধিকার বাস্তবায়নের জন্য একটি প্রকল্প হাতেনিয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে পরিবর্তনশীল আন্তর্জা তিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশের মানবাধিকারপরিস্থিতি কিভাবে ব্যবহৃত হচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এই গবেষণা ও অনুসন্ধানের ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছেপৌঁ দেওয়ার একটি প্রয়াস হল ‘এলকপ মাসিক বুলেটিন’।এলকপ মাসিক বুলেটিনের প্রথম সংখ্যা সাজানো হয়েছে ছয়টি লেখা দিয়ে- এর মধ্যে রয়েছে চারটি নিবন্ধ, একটি সাক্ষাৎকার এবং নভেম্বর মাসে অনুষ্ঠিত এলকপের বিভিন্ন কার্যক্রর্য মের উপর তিনটি প্রতিবেদন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সাবেক আইনমন্ত্রী এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ কথা বলেছেন এলকপ রিসার্চ টিমের সাথে। এছাড়া নিবন্ধসমূহের বিষয়বস্তু হিসেবে থাকছে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দ্রোহী আইনজীবীর ভূমিকা, বিভিন্ন দেশে স্বাধীনতার বিভিন্ন ধারণা পতাকা অবমাননার বিধিনিষেধে যেভাবে প্রভাব ফেলে তার একটি বিশ্লেষণ, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জাতীয় ও আন্তর্জাতিক আইনে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের তুলনামূলক বিচার।
[dflip id=”15367″ type=”thumb”][/dflip]
Leave a Reply